সংস্কৃতি ও পরম্পরা
সুরেন্দ্রনাথ তন্ত্র জ্যোতিষ অনুসন্ধান কেন্দ্র মুখপ্ত্র
Saturday, March 12, 2016
জ্যোতিষ বিদ্যা
Monday, February 8, 2016
Saturday, January 16, 2016
Tuesday, December 22, 2015
গনু ঝা এর চাটনি
গনু ঝা এর চাটনি
========================================================================
গোনু ঝা রাজা শিব সিং এর রাজদরবারের দরবারী ছিলেন । আমোদ প্রমোদ তথা যেকোনো কঠিন প্রশ্নের উত্তর দিতে গোনু ঝা কখন ও পিছিয়ে আসতেন না । একদিন রাজা শিব সিং সব দরবারি নিয়ে নিজের দরবারে বসেছিলেন । ওই সময় রাজা শিব সিং গোনু ঝা কে বলেন আমাকে বলদের দুধ এনে দিতে আর না আনতে পারলে তার ফাঁসি হবে ।
দরবার শেষ হবার পর তিন দিনের সময় নিয়ে নিজের বাড়ি চলে গেলেন আর অন্ন জল ত্যাগ করলেন । আর শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলেন । যখন তার মেয়ে তার খাবার নিয়ে এসে ডাকতে লাগলেন তখন গোনু ঝা উদাস হয়ে বললেন বেটি আজ আমি অন্ন জল গ্রহণ করবো না । যদি আমি বলদের দুধ রাজাকে দিতে না পারলে তিনি আমাকে ফাঁসি দেবেন । তাই আমার কিছু ভাল লাগছে না । গোনু ঝার মেয়ে তার থেকে কম চালাক ছিল না । সে হাঁসতে হাসতে বলল বাবা এর জন্য আপনি কোন চিন্তা করবেন না । আমি তাকে তৃতীয় দিন তাকে ঘী পৌঁছে দেব ।
শুনে গোনু ঝা খুব খুশি হলেন এবং খাবার খেয়ে দরবারে গেলেন । ঐ দিন মধ্য রাত্রি তে তার মেয়ে এক ছাগল কেটে তার রক্ত দিয়ে রাঙিয়ে একটি ধুতি কাঁচতে রাজ দরবারের পাশের পুকুরে গেলেন ।
ওখানে মিথ্যা মিথ্যা কাঁদতে লাগল । মধ্য রাত্রিতে এই কান্নার শব্দ শুনে রাজা এক সিপাহী কে দিয়ে গোনু ঝা এর মেয়েকে ডেকে তার কান্নার কারন জানতে চাইল ।
রাজা- তুমি এই মধ্য রাতে পুকুরের ধারে কাঁদছ কেন ?
গোনু ঝা এর মেয়ে - ধর্মাবতার , আজ দশ টার সময় আমার পিতা র প্রসব হয়েছে । বাচ্চা পেট থেকে মরা বেড়িয়েছে । এই বাচ্চার বিয়োগে আমি সেই বস্ত্র সাফ করতে কাঁদতে কাঁদতে পুকুরের ধারে এসেছি ।
রাজা - তুমি তো পাগল হয়ে তো হয়ে যাও নি । সংসারে পুরুষ মানুষ এর কখন প্রসব হয় ?
গোনু ঝায়ের মেয়ে - দয়া নিধি , যদি পুরুষের প্রসব হওয়া অসম্ভব তাহলে বলদের ঘী এর জন্য কেন আমার বাবাকে আদেশ দেওয়া হল ।
বলদ তো পুং লিঙ্গ ।
এই কথা শুনে খুশি হয়ে পুরস্কার দিয়ে গোনু ঝায়ের মেয়েকে বিদাই করল ।
গোনু ঝা মিথিলার গোপাল ভাঁড়
========================================================================
গোনু ঝা রাজা শিব সিং এর রাজদরবারের দরবারী ছিলেন । আমোদ প্রমোদ তথা যেকোনো কঠিন প্রশ্নের উত্তর দিতে গোনু ঝা কখন ও পিছিয়ে আসতেন না । একদিন রাজা শিব সিং সব দরবারি নিয়ে নিজের দরবারে বসেছিলেন । ওই সময় রাজা শিব সিং গোনু ঝা কে বলেন আমাকে বলদের দুধ এনে দিতে আর না আনতে পারলে তার ফাঁসি হবে ।
দরবার শেষ হবার পর তিন দিনের সময় নিয়ে নিজের বাড়ি চলে গেলেন আর অন্ন জল ত্যাগ করলেন । আর শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলেন । যখন তার মেয়ে তার খাবার নিয়ে এসে ডাকতে লাগলেন তখন গোনু ঝা উদাস হয়ে বললেন বেটি আজ আমি অন্ন জল গ্রহণ করবো না । যদি আমি বলদের দুধ রাজাকে দিতে না পারলে তিনি আমাকে ফাঁসি দেবেন । তাই আমার কিছু ভাল লাগছে না । গোনু ঝার মেয়ে তার থেকে কম চালাক ছিল না । সে হাঁসতে হাসতে বলল বাবা এর জন্য আপনি কোন চিন্তা করবেন না । আমি তাকে তৃতীয় দিন তাকে ঘী পৌঁছে দেব ।
শুনে গোনু ঝা খুব খুশি হলেন এবং খাবার খেয়ে দরবারে গেলেন । ঐ দিন মধ্য রাত্রি তে তার মেয়ে এক ছাগল কেটে তার রক্ত দিয়ে রাঙিয়ে একটি ধুতি কাঁচতে রাজ দরবারের পাশের পুকুরে গেলেন ।
ওখানে মিথ্যা মিথ্যা কাঁদতে লাগল । মধ্য রাত্রিতে এই কান্নার শব্দ শুনে রাজা এক সিপাহী কে দিয়ে গোনু ঝা এর মেয়েকে ডেকে তার কান্নার কারন জানতে চাইল ।
রাজা- তুমি এই মধ্য রাতে পুকুরের ধারে কাঁদছ কেন ?
গোনু ঝা এর মেয়ে - ধর্মাবতার , আজ দশ টার সময় আমার পিতা র প্রসব হয়েছে । বাচ্চা পেট থেকে মরা বেড়িয়েছে । এই বাচ্চার বিয়োগে আমি সেই বস্ত্র সাফ করতে কাঁদতে কাঁদতে পুকুরের ধারে এসেছি ।
রাজা - তুমি তো পাগল হয়ে তো হয়ে যাও নি । সংসারে পুরুষ মানুষ এর কখন প্রসব হয় ?
গোনু ঝায়ের মেয়ে - দয়া নিধি , যদি পুরুষের প্রসব হওয়া অসম্ভব তাহলে বলদের ঘী এর জন্য কেন আমার বাবাকে আদেশ দেওয়া হল ।
বলদ তো পুং লিঙ্গ ।
এই কথা শুনে খুশি হয়ে পুরস্কার দিয়ে গোনু ঝায়ের মেয়েকে বিদাই করল ।
গোনু ঝা মিথিলার গোপাল ভাঁড়
Sunday, November 22, 2015
Subscribe to:
Posts (Atom)